দূর্নীতিযুক্ত সমাজ এবং তার প্রতিকার | Corrupt Society and its Remedy
বর্তমানে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি
সহ
সকল
ক্ষেত্রে
দুর্নীতি
একটি
বড়
সমস্যার
উদ্ভব
ঘটাচ্ছে
। দুর্নীতির
কারণে
বাংলাদেশের
ভবিষ্যৎ
ক্রমশ
দিন
দিন
অনিশ্চয়তার
দিকে
পতিত
হচ্ছে। বর্তমান সমাজে
দূর্নীতি
একটি
শক্তিশালী
ব্যাপার
হয়ে
দাড়িয়েছে
এবং
সাধারণ
মানুষ
দূর্নীতির কাছে দিন দিন
অসহায়
হয়ে
পড়ছে। পৃথিবীর সব
দেশেই
মোটামুটি
কম
বেশি
দূর্নীতি
হচ্ছে
কিন্তু
সে
তুলনায়
বাংলাদেশে
দূর্নীতি
ব্যাপক
আকার
ধারন
করছে
দিন দিন । আমরা
সম্প্রতি
একটি
বিষয়
লক্ষ্য
করেছি
যে
দূর্নীতিতে
বিশ্ব
র্যাঙ্কিং এ বাংলাদেশের
অবস্থান
দ্বিতীয়
।
এ থেকে আমরা
বুঝতে
পারি
যে, বাংলাদেশে
দূর্নীতির
অবস্থান
খুব
ভয়াবহ
আকার
ধারণ
করেছে
এবং
খুব
শোচনীয়
অবস্থা
সৃষ্টি
করেছে
। যার
ফলে
দেশে , দেশ
থেকে
সমাজ
এটি
একটি
মহাবিপর্যয়
সৃষ্টি
করেছে। এই অবস্থায়
আমাদের
করণীয়
বা
সচেতনতা
অত্যন্ত
জরুরী
বিষয়
। দেশ
বা
সমাজ
থেকে
এই
দূর্নীতিকে
দূর
করতে
হলে
, আমাদের
সচেতন
নাগরিক
হতে
হবে। তারপর যে
সব
ক্ষেত্রে
দূর্নীতি
হয়, যেমন : অর্থনীতি, শিক্ষা, শিল্প, ব্যবসা- বাণিজ্য, আমদানি
ও রপ্তানির
মতো
ইত্যাদি
ক্ষেত্র
থেকে
এটিকে
দূর
করতে
হবে। পাশাপাশি রাজ্য
সরকারের
সুদৃষ্টি
ও প্রয়োজন
তা
না
হলে
দেশ
থেকে
পরিপূর্ণ
ভাবে
আমরা
দূর্নীতি
দূর
করতে
পারবো
নাহ।
সর্বোপরি আমরা জনসচেতনা ও সুশাসনের মাধ্যমে গড়তে পারি দূর্নীতি মুক্ত সোনার বাংলা। তবেই আমরা এগিয়ে যেতে সক্ষম হবো।
আমাদের এই ব্লগ টি কেমন লাগলো সেটা জানাতে নিচের কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিতে পারো ,আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবপেজের ডান পাশে সাবস্ক্রাইব বাই ইমেইল বক্সে ইমেইল সাবমিট করতে পারো ।
সর্বোপরি আমরা জনসচেতনা ও সুশাসনের মাধ্যমে গড়তে পারি দূর্নীতি মুক্ত সোনার বাংলা। তবেই আমরা এগিয়ে যেতে সক্ষম হবো।
আমাদের এই ব্লগ টি কেমন লাগলো সেটা জানাতে নিচের কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিতে পারো ,আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবপেজের ডান পাশে সাবস্ক্রাইব বাই ইমেইল বক্সে ইমেইল সাবমিট করতে পারো ।
লেখা পাঠিয়েছেনঃ
তামজিদ হোসেন
অনার্স ১ম বর্ষ(অর্থনীতি)
ঢাকা কলেজ,ঢাকা
অনার্স ১ম বর্ষ(অর্থনীতি)
ঢাকা কলেজ,ঢাকা
No comments