Header Ads

Header ADS

অপরুপ সুন্দর, জাফলং এ একদিন | One day in the beautiful Jaflong

অপরুপ সুন্দর, জাফলং এ একদিন | One day in the beautiful Jaflong 


আমরা ২৫ জনের  একটা টি ছিলাম আমাদের যাত্রা শুরু হয়েছিল ফেনী থেকে সময় রাত ১০ টায়
২৫ জন হওয়াতে আমাদের টা মাইক্রো লেগেছিল তাই আমরা দুই ভাগ হয়ে যাত্রা শুরু করলাম রাতের খাবার জন্য বিরিয়ানি আর কোল্ড ড্রিংস  নেওয়া হয়েছিল আগে থেকে বলে রাখা ভালো ফেনী থেকে জাফলং জিরো পয়েন্টের দুরুত্ব প্রায় ৩৫০ কিলোমিটার স্বভাবতই যেতে সকাল   হওয়ার কথা কিন্তু আমাদের পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছিলো কারণটা ছিল ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘ জ্যাম প্রায় - ঘন্টা জ্যামে বসে ছিলাম এবারে রাতের গল্পে ফেরা যাক ভোর টার দিকে আমরা একটা হোটেলে সাময়িক বিরতির জন্য কিছুক্ষণ থামি সেই সুবাধে এক কাপ কফি  কোন মতেই  মিস করলাম না  
সকাল টার দিকে আমরা সিলেট শহরের দিকে ডুকলাম এবং একটা হোটেলের সামনে থেমে ফ্রেশ এবং সকালের নাস্তা সেরে নিলাম তারপর আবার যাত্রা শুরু করলাম কিন্তু দুর্ভাগ্য বশত আমাদের একটা গাড়ি মাঝ পথেই নষ্ট হয়ে যায় ফলে পায় না পেয়ে একটা পিক আপ ভাড়া করে পুনঃরায় যাত্রা শুরু করলাম যতই জাজলং এর দিকে আগাচ্ছিলাম রাস্তার অবস্থা ততই খারাপ  হয়ে আসছিল সাথে আাঁক বাকা পাহাড়ি রাস্তা যাই হোক দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেলা ১২ টা নাগা পৈাছালাম জাফলং জিরো পয়েন্টে  
সবাই আবার এক হলাম এক সাথে ঘুরা গারি করলাম ঠান্ডা এবং স্বচ্ছ পানি দেখে আর লোভ  সামলাতে পারি নি সবাই মিলে গোসল করে নিলাম কিছক্ষণ মজা করেছিলাম আসলে এই পরিবেশে গেলে যে কারোর- মন সতেজ হয়ে যাবে নৈাকায় করে ঘুরে দেখলাম অপরুপ জাফলং এর সৌন্দর্য ভাবলাম কিছুক্ষণ মহান আল্লাহ তায়ালা কত অপরুপ ভাবে পৃথিবীটা সৃষ্টি করেছেন না জানি তিনি কত সুন্দর জাফলং থেকে বেলা টার দিকে বের হয়ে যাই তা- সাথেদুপুরের খাবার টাও সবাই খেয়ে রওনা দিলাম হোটেল  হলিসাইডের দিকে যেখানে আমরা থাকবো সন্ধ্যা নাগা হোটেলে পৈাছালাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আড্ডায় বসলাম সাথে আছে বারবি-কিউ খোলা আকাশের নিচে কিযে অসাধারণ মূহুর্ত ছিল তখন  
তা বলে বোঝানো যাবে না রাত ১২ টার দিকে ডিনার সেরে নিলাম এবং ঘুমিয়ে পরলাম পরের দিন সকাল টায় রওনা দিলাম সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে
তারপর এক এক করে শাহ জালাল শাহ পরাণের মাজার শরীফ প্রদক্ষীণ করলাম এবং বিকাল টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম আসার সময় অবশ্য রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না
সব মিলে দুই দিনের শর্ট জার্নি টা বেশ  উপোভোগ্যই ছিল

লেখকঃ
-কামরুজ্জামান রবিন 

2 comments:

Powered by Blogger.