Header Ads

Header ADS

Effort and success | প্রচেষ্টা এবং সাফল্য







আমাদের প্রত্যেকের- একটি স্বপ্ন থাকে সবাই সফল হতে চাই , কিন্তু সঠিক প্রচেষ্টার অভাবে বেশির ভাগ মানুষই সফলতা থেকে বঞ্চিত হয়
মূল লক্ষ্য!  বিচ্ছিন্ন চেষ্টার কারণে তা আমাদের থেকে দূরে সরে যায়

আমাদের প্রত্যেকের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে ছোটখাটো চেষ্টার মাধ্যমে তা আমরা অর্জন করতে পারি
লক্ষ্য রাখতে হবে যে চেষ্টা গুলো যেন বক্র রেখা পথে না সরল রেখার বরাবর একবার হেঠেই দেখুন না কত দূরে যাওয়া যায় আর যদি একবার  এক দিকে হাঁঠি তাহলে যেখান থেকে শুরু করি সেখান থেকেকি বেশি দূরে এগুনো যায়? যায় না নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও একই

পৃথিবীটা বৈচিত্রময় এক এক জন মানুষ এক এক বৈশিষ্টের অধিকারী সবার মতের সাথে সবার মত মিলবে নাহ স্বপ্ন গুলো কত ভিন্ন কত রঙ্গিন তাই অন্য অনুকরণ করে জীবন না গড়ে নিজের মত নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে
লক্ষ্যে পৈাছানোর  জন্য অনেক গুলো ছোট ছোট ধাপ আমাদের অতিক্রম করতে হবে লক্ষ্য রাখতে হবে এই ছোট ছোট ধাপ গুলো যেন
লক্ষ্যের অভিমুখে হয় তাহলেই সফলতা আসবে এই ছোট ছোট ধাপ গুলো লক্ষ্যে পৈাছাতে সাহায্য করবে এবং ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে সকল বাঁধা উপেক্ষা করে স্বপ্ন গুলো পূরণ হবে একটু একটু করে

কখন কখন থেমে যেতে চাইবে সবকিছু ছেড়ে দিতে চাইবে ঠিক তখনই নিজেকে নিজে প্রশ্ন করবে আজ যে কাজটির জন্য এতদূরে এসেছো সেই কাজটি কেন  শুরু করেছিলে?
হয়ত সময় তখন উল্টো দিকে মোড় নিবে কিন্তু তখনও যেন নিজের আত্মবিশ্বাসে  ঘাটটি না লাগে নিজের মন নিজের আত্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে লড়াইটা কিন্তু নিজের সাথে নিজের এটা একটা যুদ্ধের মত তবে মনে রাখতে হবে জীবনের এই যুদ্ধতে কোন ভাবেই হার মানা যাবে না
তবেই জয় আসবে তবেই একদিন বিজয়ের হাসি হাসবো ।


আমার এই ব্লগ টি কেমন লাগলো সেটা জানাতে নিচের কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিতে পারো ,আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবপেজের ডান পাশে সাবস্ক্রাইব বাই ইমেইল বক্সে ইমেইল সাবমিট করতে পারো ।

লেখকঃ-
-কামরুজ্জামান রবিন  

1 comment:

Powered by Blogger.