Virtual World Part-1 | ভার্চুয়াল জগৎ পর্ব-০১
যোগাযোগ
প্রযুক্তির উন্নয়নের সুবাদে মানব সমাজ প্রবেশ করেছে নতুন এক জগতে। এর নাম ভার্চুয়াল
জগত।
বাস্তব
জগতের সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগের মধ্যদিয়ে এ জগত সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এর ফলে আরও
গতিময় হয়ে উঠছে মানব জীবন। ইন্টারনেট কেন্দ্রিক এ জগতে সময়ের সীমাবদ্ধতা নেই। রাত-দিনের
বিভাজন নেই। সত্যিকার অর্থেই ভার্চুয়াল জগত স্থান ও সময়ের প্রচলিত ধারণাকে পাল্টে দিচ্ছে।
এই
জগতের কল্যাণে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছে নিমিষেই।
এক সময় যা ছিল অকল্পনীয়। এসব কারণে বর্তমান বিশ্ব-ব্যবস্থাকে আর পুরাতন মানদণ্ড ও কাঠামোর ভিত্তিতে মূল্যায়ন
করা সম্ভব নয়। তবে ভার্চুয়াল জগতে নানা
সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সংকটেরও জন্ম দিয়েছে।
নানা
বৈশিষ্ট্যের কারণে যোগাযোগের ধরন
ও মডেলে পরিবর্তন এসেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের বাস্তব জীবনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।
ইন্টারনেটের ওপর নির্ভরতার কারণে মানুষের আচার-আচরণেও পরিবর্তন আসছে। এ পরিবর্তন কখনো
ইতিবাচক কখনো আবার নেতিবাচক।
সাধারণ
জ্ঞান অর্জন যেমন সহজ হয়েছে তেমনি সহজে অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে গেছে। যোগাযোগ হয়ে
পড়ছে যন্ত্রকেন্দ্রিক। বলা হয়ে থাকে, অনেকেই একসঙ্গে বসবাস করলেও তথ্য আদান-প্রদান
করেন যন্ত্রের মাধ্যমে। এর ফলে মাধ্যমবিহীন যোগাযোগ ও সম্পর্ক ক্রমেই হ্রাস পাচ্ছে।
ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হলো, এখানে বাস্তবিক অর্থে কোনো বিধি-নিষেধের তোয়াক্কা
করতে হয় না।
প্রয়োজনে
নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট
কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়াও সম্ভব হয় এ
জগতে। তবে বাস্তবতা হলো, ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারী যে স্বাধীনতা ভোগ করেন তা
আসলে প্রকৃত কোনো স্বাধীনতা নয়। এর মধ্যদিয়ে একজন ইউজার কেবল মনস্তাত্ত্বিক দিক থেকে
স্বস্তি লাভ করতে সক্ষম হন।
আমাদের এই ব্লগ টি কেমন লাগলো সেটা জানাতে নিচের কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিতে পারো ,আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবপেজের ডান পাশে সাবস্ক্রাইব বাই ইমেইল বক্সে ইমেইল সাবমিট করতে পারো ।
লেখকঃ
মোঃ তৌহিদুল ইসলাম,
ইন্টার মিডিয়েট(২য় বর্ষ)
সাভার ল্যাবরেটরি কলেজ
সাভার,ঢাকা ।
সাভার,ঢাকা ।
pcreviewer.org website is a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for sites to earn advertising fees by advertising and linking to Amazon properties including, but not limited to, amazon, endless, myhabit, smallparts, or amazonwireless. The Website Also Earns from Viglink Affiliate.
ReplyDeletehttp://pcreviewer.org
pcreviewer.org website is a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for sites to earn advertising fees by advertising and linking to Amazon properties including, but not limited to, amazon, endless, myhabit, smallparts, or amazonwireless. The Website Also Earns from Viglink Affiliate.
ReplyDeletePC Reviewer